স্বপ্ন
↓↓↓
প্রত্যেক মানুষের কিছুনা কিছু স্বপ্ন থাকে।তা বাস্তব হতে পারে আবার কল্পনাপ্রিয়ও হতে পারে।আর এই স্বপ্নগুলো মানুষকে বাচঁতে সাহায্য করে।মানুষকে সামনে এগোতে সাহায্য করে।আজ আমার কিছু স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করতে চাই....
আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান।আর আপনারা হয়তো জানেন, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের চাওয়া পাওয়া একটু বেশি।তেমনি আমার অবস্থা একই।তবে আমার চাওয়া পাওয়া একটু ভিন্ন।কারণ আমার মনে ইচ্ছা জাগে উপকার করতে,নিজেকে সৎ মানুষ বলে পরিচয় দিতে।আরাম-আয়েশ করার জন্য নয়।আমি চাই,গোটা জাতি যেন তাঁর মনুষ্যত্ব পরিচয় দেয়।
হে...মন তো চাই,যদি একটা দামি মোবাইল থাকতো আর হাতে দামি ডিএস-এলআর।দশ তলা বিল্ডিং এ বড় বড় রুম আর এসির বাতাস।হাই স্পিডে আনলিমিটেড ওয়াই-ফাই আর একটা গেমিং কম্পিউটার।তাছাড়া আরও ইত্যাদি ইত্যাদি।তবে এগুলো আমার মনে মাঝে মাঝে পাওয়ার ইচ্ছা জাগে।আপনাদের বেলায় কি তা জানি না।তবে তা কমেন্টে জানিয়ে দিবেন।
মনে যত ইচ্ছা জাগুক না কেন,কপালে না থাকলে মরে গলেও জুটবে না।তবে হে ইচ্ছা থাকলে উপায় হয়।কিন্তু উপায় হলেও আগে কপাল লাগে।আর নিজেকে আগে মনুষ্যত্ব জাগ্রত করতে হয় এবং কঠোর ধ্যান-সাধনা,ধৈর্য্য থাকতে হয়।তবেই ফল লাভ হবে।তার আগে কখনোই নয়।তাছাড়া আমরা বড় বড় ব্যক্তিদের দিকে তাকালেই বঝুতে পারি তাঁরা কতো কঠোর পরিশ্রমী এবং সাহসী ছিলেন।আসলেই তাঁরা অমর কিংবদন্তি।তবে হে আমাদের উচিত তাঁদেরকে অনুসরণ করা,তাঁদের উক্তিগুলো কাজে লাগানো।তবেই জীবন সার্থক হবে।জানি,মনের সব চাওয়া পাওয়া মিটবে না।কিন্তু নামটা সকলেই মনে রাখবে এবং তার বিনিময়ে সম্মান পাওয়া যাবে।
নিজেকে মনে মনে একবার ভাবুন।ঠিকই আপনার মনুষ্যত্ব খুঁজে পাবেন।আর তখনই উপলব্ধি করতে পারবেন,জীবনটা আর কতটুকু বা কী এই জিনিষটা।আর সকলের কাছে অনুরোধ,যেকোনো কাজে বা যেকোনো সময় আপনার এই মনুষ্যত্বকে খুলে প্রকাশ কুরুন।তবেই আপনার জীবন সার্থক হবে।
আশা করি,সবার ভালো লাগবে।
ধন্যবাদ.....
No comments