Breaking News

বুড়ি

আজকে...আমার হারানো এক ভালোবাসা আপনাদের মাঝে শেয়ার করলাম।
💜💜💜
↓↓↓
"কুকুর" তো সকলের পরিচিত।এদের যেমন পালন করা সহজ তেমনি তাড়াতাড়ি পোষ মানে।কুকুরের প্রতি একদিকে আমার যেমন ভালবাসা ছিলো তেমনি রাগও ছিল।তবে ভালো তাই বেশি বাসতাম।"বুড়ি" হচ্ছে আমার বিলিতি কুকুর।এর সাথে দেখা সম্ভবত ক্লাস 6 অথবা 7 এ।এর আগে অনেক কুকুর পালিয়েছি এবং কেউ বড় হয়েছে আবার কেউ আকালে মারা গেছে।তবে "বুড়ি" আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।আজ তার উদ্দেশ্যে লেখা......
সকালে ঘুম থেকে উঠে দেখি "বুড়ি" আমাই দেখে লেজ নাড়াচ্ছ।বড় ভাইয়া ঢাকা থেকে "বুড়িকে" এনেছে।বুড়িকে দেখে আমিও খুব খুশি হয়েছিলাম।এভাবে বুড়ির সাথে মজা করা,বিছানায় এক সাথে ছোঁয়া,দুষ্টুমি ইত্যাদি।আর আমি তখন বান্দরবনে হোস্টেল থেকে পড়াশুনা করতাম।তাই সবসময় বুড়ির সাথে দেখা হত না।তখন খুব ইচ্ছা করতো বুড়িকে সাথে নিয়ে যাই।অতঃপর আমি ছুটি পেলে যখন বাসাই আসতাম তখন বুড়ি আমাই দেখলে দৌঁড়ে আমার কাছে ছুটে আসতো....একটু আদর পাওয়ার জন্য।আমিও তখন ওকে দেখে খুব খুশি হতাম।যখন দেখা হতো তখন থেকে আমাদের দুষ্টুমি শুরু।
এভাবে...ওর আর আমার দিন যেতে লাগল।কিন্তু কখনো ভাবিনী যে তাকে একদিন হারাবো।আর এটাও ভাবিনী তাঁর শেষ দেখাও দেখতে পাবনা।
↓↓↓
সময়টা ২০১৭ সালের।আমার তখন HSC পরীক্ষা শেষ।তাই এখন কোচিং করতে ঢাকাই যাব।ঢাকা যাবার কয়েকদিন আগে বুড়িকে একটু মারধর করি।জানি মনটা একটু নরম করলে পারতাম।কিন্তু চেষ্টা করিনি।তারপর আমি ঢাকাই চলে আসি।আর সময়টা তখনই ঘটে.....
তখন ছিলো জুন-জুলাই মাস।তাই বর্ষার দিন ছিল।আপনারা হয়তো সবাই জানেন---২০১৭ সালে জুন-জুলাই মাসে রাঙামাটিতে প্রচুর বৃষ্টি হয়,পাহাড় ধসে পড়ে।তাছাড়াও ভূমিকম্প হয়।ঠিক সেই সময় আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হলে বন্যার আকার ধারণ করে।এতে "বুড়ি" সেই দূর্ঘটনায় মারা যায়। 😖😖😖

ঘটানাটি সত্য....তাকে আমি কখনো ভুলতে পারবো না এবং এখনও ভুলিনি।সত্যি খুব মিস করি.....😭😭😭
LOVE YOU #BURI 💜💜💜

No comments