নীলাচল
আজ প্রকৃতি ঘেরা এই "নীলাচল" নিয়ে আলোচনা করবো......
বাংলাদেশে এটি হলো একটা পরিবেশ ঘেরা জায়গা।যেখানে একবার গেলে আর মন ফিরতে চায় না।আজ তার এক বর্ণনা বলব....যার নাম "নীলাচল"।এটি বাংলাদেশের দক্ষিণাংশে বান্দরবান জেলায় অবস্থিত।অনেকে হয়তো জানেন।নীলাচল নিয়েই আজ আলোচনা......
↓↓↓
↓↓↓
"নীলাচল" বান্দরবান পাহাড়ে অবস্থিত।সদর এলাকা থেকে ৭ থেকে ১০ কি.মি. দূরে হবে।তবে ঝুঁকিপূর্ণ কিছুটা হলেও রয়েছে।বেশি না।তবুও প্রতি বছরে হাজার হাজার মানুষ এই নীলাচলকে দেখার জন্য ঘুরতে আসে।কেননা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর।এছাড়া "নীলাচল" থেকে বান্দরবান শহরটা পুরো স্পষ্ট দেখা যায়।তবে সবচেয়ে বেশি ভালো লাগে.....সবুজ দ্বারা বেষ্টিত পাহাড়।যা সত্যি খুব সুন্দর।বর্ষাকাল এবং শীতকালে সবচেয়ে উপযুক্ত সময়।কারণ তখন আকাশ নীচে নেমে আসে আর পরিবেশ তখন আরও বেশি সুন্দর এবং আনন্দময় হয়ে উঠে।
↓↓↓
যাই হোক আর বলব না।তবে কিছু টিপস দেবো।যদি ঘুরে আসতে চান তবে আসতে পারেন।কোনো সমস্যা হবে না।
প্রথমত...আপনারা কতজন যাবেন সেটা আগে নিশ্চিত হন।তারপর সংখ্যা অনুযায়ী সিএনজি অথবা পিকআপ একটা ভাড়া করে ফেলুন।
দ্বিতীয়ত....ভাড়া ঠিক করে সোজা চলে যান।তারপর আসল গেটে পৌছলে সেখানে গেট থেকে টিকেট সংগ্রহ করুন আর ভিতরে ঢুকে ইচ্ছামত ঘুরুন আর ছবি তুলুন।
প্রয়োজন পড়লে কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন।
ধন্যবাদ..... 👍👍👍
😜😜😜 |
↓↓↓
✌✌✌ |
"নীলাচল" বান্দরবান পাহাড়ে অবস্থিত।সদর এলাকা থেকে ৭ থেকে ১০ কি.মি. দূরে হবে।তবে ঝুঁকিপূর্ণ কিছুটা হলেও রয়েছে।বেশি না।তবুও প্রতি বছরে হাজার হাজার মানুষ এই নীলাচলকে দেখার জন্য ঘুরতে আসে।কেননা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর।এছাড়া "নীলাচল" থেকে বান্দরবান শহরটা পুরো স্পষ্ট দেখা যায়।তবে সবচেয়ে বেশি ভালো লাগে.....সবুজ দ্বারা বেষ্টিত পাহাড়।যা সত্যি খুব সুন্দর।বর্ষাকাল এবং শীতকালে সবচেয়ে উপযুক্ত সময়।কারণ তখন আকাশ নীচে নেমে আসে আর পরিবেশ তখন আরও বেশি সুন্দর এবং আনন্দময় হয়ে উঠে।
😲😲😲 |
যাই হোক আর বলব না।তবে কিছু টিপস দেবো।যদি ঘুরে আসতে চান তবে আসতে পারেন।কোনো সমস্যা হবে না।
প্রথমত...আপনারা কতজন যাবেন সেটা আগে নিশ্চিত হন।তারপর সংখ্যা অনুযায়ী সিএনজি অথবা পিকআপ একটা ভাড়া করে ফেলুন।
দ্বিতীয়ত....ভাড়া ঠিক করে সোজা চলে যান।তারপর আসল গেটে পৌছলে সেখানে গেট থেকে টিকেট সংগ্রহ করুন আর ভিতরে ঢুকে ইচ্ছামত ঘুরুন আর ছবি তুলুন।
👌👌👌 |
ধন্যবাদ..... 👍👍👍
No comments