Breaking News

টিউশনি


গল্পটি ঠিক রোমান্টিক নয়।একটি হাসির গল্প যা সচরাচর দেখা যায়.....
আশা করি ভালো লাগবে।
↓↓↓
স্যার জানেন আজকে কি হয়ছে?
না বললে জানবো কি করে...!!
স্যার আজকে না ক্লাস চলাকালীন সময়ে একটা ছেলের সিস্টেম নষ্ট হয়ে গেছে....!
সিস্টেম নষ্ট মানে?
তারমানে হলো ছেলেটা ক্লাসে বাথরুম করে দিছে!!😃😃
চুপ করো, একদম চুপ আর একটা কথাও বলবে না, একদম চুপ....!! কথাটা শুনে আমার বাল্যকালের এক বন্ধুর কথা মনে পড়ে গেলো, সেও ক্লাস থ্রিতে পড়ার সময় এই কাজ করেছিল। জোরে হাসতেও পারতেছি না আবার হাসি আটকাতে পারতেছি না।
তারপর ও আমি হাসি নাই কারণ আমি যদি একবার হেসে কথা বলি তাহলে তাকে ঐদিন আর পড়ানো সম্ভব হবে না।
এই ছেলেটাকে পড়াতে আসলে যেমন মেজাজ খারাপ হয় ঠিক তেমনি হাসিও পায় অনেক,
আসল কথায় আসি আমার স্টুডেন্ট নাম তিয়াছ, ক্লাস সেভেন এ পড়ে। পড়ালেখায় সে ইংরেজী বাদে বাকি সব বিষয়ে কোন রকমে পাস করে। ইংরেজী পড়াতে শুরু করলে সে ৫২ এর ভাষা আন্দোলন শুরু করে দে, ইংলিশ এর E ও বুঝে না সে, বলতে গেলে পুরা জন্মগত বাঙ্গালি। তার এ ইংরেজী বিষয়ের দুর্বলতা কমানোর জন্য তার মা বাবা তাকে আরেকটা স্যারের কাছে কোচিং এর ব্যাচে পড়তে দিছে। স্যারটাও আমার মত বুঝাইতো, পড়াইতো, লেখাইতো, মারত তারপরও সে পারতো না, কিছুদিন আগে শিক্ষা মন্ত্রাণয় কর্তৃক কোচিং বন্ধের নির্দেশ দেয়, ফলে কোচিং, ব্যাচ সব বন্ধ করে দেই কিন্তু ঐ স্যারটা এসব কেয়ার না করে চুরি করে করে তাদের পড়াইতো, হঠাৎ একদিন ব্যাচ পড়ানোর সময় পুলিশ গোপন সূত্রে খবর ফেয়ে এসে স্যারটাকে হাতে নাতে ধরে ফেললো। পুলিশ যখন স্যারটাকে এরেস্ট করে নিয়ে যাচ্ছে ঠিক সে মুহূর্তে তিয়াছ মিছিল নিয়ে পুলিশের পিছু পিছু জোরে জোরে বলতে লাগলো নিয়ে যান ওনাকে, একদম যেনো পালাতে না পারে, কখনো ছাড়বেন না, আমাকে অনেক জ্বালাইছে..!!
এ কথাগুলো শুনে আমি অনেকক্ষণ হাসছিলাম এটা কোন ধরণের ছাত্র "স্যারকে নিয়ে যাচ্ছে আর সে মিছিল নিয়ে হাসছে"?
যাইহোক,
১০দিন যাবত চেষ্টা করে তাকে
A Rickshaw puller paragraph এর এই ৬ লাইন মুখস্থ করালাম,
The man who earns his livelihood by pulling rickshaw is called a rickshaw puller. He is a familiar figure both in rural & urban area. He lives in an unhealthy slum area. He wears very poor dress. He works in the rain & the sun. A rickshaw puller can't maintain his family well with his low income.
পরীক্ষার জন্য ৩টা প্যারাগ্রাফ ছিল, তারমধ্যে এই একটা শিখাতে শিখাতে পরীক্ষা চলে এলো, পরীক্ষা আগের দিন বলে দিছিলাম "কমন না পরলে নিজ থেকে বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসবে"
কপাল খারাপ হলে যা হয়, পরীক্ষায় A Rickshaw puller আসে নাই। My Neighbour আসছে....!! তাকে জিজ্ঞাসা করলাম my neighbour তো কমন পড়ে নাই তারপরও কিছু বানিয়ে লিখতে পারো নাই,
সে বললো সে নাকি নিজ থেকে অনেক কিছু বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসছে....!!
কয়দিন পর ঐ পরীক্ষার খাতা দিল, তার প্যারাগ্রাফ বানিয়ে লেখা পড়ে আমি হাসতি আর মারার জন্য বেত খুঁজতেছি,
" My Neighbour "paragraph লেখাটা ছিল এরকম:
My Neighbour is a man who earns his livelihood by pulling a rickshaw. My Neighbour is a familiar figure both in rural & urban area. My neighbour lives in an unhealthy slum area. My Neighbour wears very poor dress. My Neighbour works in the rain & the sun. My Neighbour can't maintain his family well with his low income....
এসব পড়ার পর তাকে যখন মারতে গেলাম, তখন সে আমাকে তার ইংরেজী বইয়ের শেষের পেইজের একটা লেখা দেখিয়ে দিল। যেখানে লেখা ছিল " নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে প্রতিকার ও প্রতিরোধের জন্য ন্যাশনাল হেল্প লাইন ১০৯ এ কল করুন ( টোল ফ্রি,২৪ ঘণ্টা সার্ভিস )
১০৯ এ করবে বলে সেই ভয়ে আমি আর কিছু করার সাহস পাই নি......!!!
আলহামদুলিল্লাহ্‌ টিউশনি টা এখনো আছে....!!!

ধন্যবাদ..... ☺☺☺

No comments