Breaking News

রোমান্টিক 😃😃

HELLO....
Today's story is so awesome.so,please read this....👌👌👌
written by me.
💘💘💘
↓↓↓
- কি করছ?
-এইত ভোর দেখি।
- হঠাৎ?
- ইচ্ছে হল তাই?
- আকাশটা কেমন?
- কার আকাশ?
- তোমার শহরের?
- কোন শহরের?
- যেটা আমি দেখতে পাই, আর তুমি আড়াল করো?
- জানো, আজ বাইরের আকাশটা মেঘলা?
- কথা ঘুড়াচ্ছো?
- বৃষ্টি হয়েছে রাতে।
- আমার কথাটার উত্তর পাই নাই।
- এখনো ছিটেফোটা পড়ছে।
- হুম
- খুব বাইরে পা ভেজাতে ইচ্ছে করছে।
- হুম
- তুমি কি করছ?
- হুম
- আজও কি লোডশেডিং করেছে?
- উম?
- কথা বলবে না?
- হুম
- তাহলে বলো..
(মিনিট চারেক দুজনেই নিশ্চুপ সবুজ বাতিটায় নির্বাক ভাবে তাকিয়ে আছে। কিছু একটা লেখা হচ্ছে দুইদিকেই। কেউই জানেনা, কে কি লিখছে?)
- আকাশটা তাহলে কেমন আছে?
(মিনিট দুইয়েক পরে)
- আজ একটু মেঘলা, তবে খুব বৃষ্টি ঝড়াতে ইচ্ছে করছে।
- আজ এক্সামের রেজাল্ট আসে নাই?
- না😞.
- কি করছ?
- এইত জানালা দিয়ে পথ দেখি।
- পথে কি আছে এমন, যে চেয়ে আছো এভাবে?
- কেউ নেই। কিন্তু দুটো দোয়েল পাখি আছে। নাহ দুটো না, আর দুটো পাখি আছে। ছোট টুনটুনি পাখি চেন?
- হুম।
- পাশের আম গাছটায় মনের সুখে গান গেয়ে বেড়াচ্ছে।
- ওহ হ্যাঁ এখন দেখছি একটা কাঠবিড়ালীও আছে। আম গাছটায় উঠে গেল। মনে হয় আজকের সারাদিনের খাবার সকালেই নিয়ে ঘরে ঢুকবে।
- রোজা আছো?
- হুম।
- রাতে বুয়া এসেছিল রান্নার জন্য?
- নাহ
- তাহলে কি খেয়েছ?
- দুটো ডিম ছিল। ভেজে ভাত রান্না করেছিলাম। সেটাই খেয়েছি।
- আচ্ছা সূর্য কখন উঠবে? আকাশটায় কি মেঘ আছে?
- এইত আর মিনিট আটেক বাকি। নাহ, কেন জানি মনে হচ্ছে বাইরে হালকা বাতাসে মেঘ গুলি নিজেদের নিয়ে প্রাণ পনে ছুটছে।
- আচ্ছা আজ কত তারিখ?
- মনে নেই ত। অপেক্ষা করো, দেখে বলছি।
একটু পর,
- আজ ২১ রমজান। আর ৭ তারিখ বৃহস্পতিবার।
- মনে আছে কিছু?
- কি আজ? তোমার জন্মদিন? নাকি আজ কিছু হয়েছিল?
- আচ্ছা তোমার কি কখনোই কিছুই মনে থাকবে না? ৪ টা বছর হলো তোমার সাথে আমার পরিচয়। অথচ একটা বছরও বলতে পারলে না সেই দিনটা কবে..! বা দিনটা এলেও একটা বার আমাকে সাপ্রাইজ দিতে পারলে না.?
- আচ্ছা তুমি আমার কে হউ? গার্লফ্রেন্ড, বন্ধু, নাকি অন্যকিছু?
- আমি?আমি অন্য কিছু হই.! কেন? তোমার কোন নাম দরকার এ সম্পর্কের?
- নাহ। এমনিতেই ত বেশ আছি। কি দরকার নাম দিয়ে সেখানে সম্পর্কটাকে এক তরফা করে ফেলার?
- আচ্ছা একটু নিচে আসবা?
- এখন?
- হুম।
- কোথায়?
- বাড়ির পেছনের মাঠটায়।
- একটু অপেক্ষা করো, আসতেছি।
একটু পর....
- Hi
- Hello!!! তুমি আজকেও লুঙ্গি পড়ে?
- কি করব? ৪ বছর আগের পুরান অভ্যাস?
- হা হা হা( কথাটা শুনে হেসে ফেলল মেয়েটা.)
{
(৪ বছর আগে)………
- আচ্ছা আপনি কি এই মাঠেই রোজ হাটতে আসেন?
- হুম, কিন্তু আজ মাঠ না একটু বাইরেও হাটব। পার্ক গুলি দিয়ে।
- কিছু মনে না করেন, একটা অনুরোধ করতে পারি?
- জ্বী বলুন।
- আমি কি আপনার প্রতিদিনের হাটার সঙ্গি হতে পারি। ঐ যে দেখছেন লাল বিল্ডিংটা? আমি ওখানেই থাকব এখন থেকে।
- হা হা হা………
- হঠাৎ হাসছেন যে?
- নাহ্। কেউ লুঙ্গি পড়ে হাটতে যায় এই প্রথম দেখছি।
- নাহ মানে, আপনি যেন মিস না হয়ে যান এই পথে তাই ঘুম থেকে উঠেই এসে দাঁড়িয়ে পরেছি, অনুমতির অপেক্ষায়।
- ওওও...। আচ্ছা, আমার সাথে হাটতে চাওয়ার কারণ জানতে পারি?
- আপনার হাসিটা রোজ দূর থেকেই দেখি। কেন জানি, আপনার হাসিটা রোজ সকালে একটু পাশ থেকে দেখতে ইচ্ছা করে।
তাই অনেক সাহস জমা করে আজ ২৭ দিন পর, সারারাত জেগে ভোরের অপেক্ষা করে, ৮২ কদম হেটে আপনার সামনে এসে কথা গুলি বলছি।
- এগুলি কি কোথাও লেখা আছে?
- হুম.!
- কোথায়?
- এক আকাশ ডায়রিতে, যা আপনার চোখের বাইরে আমার কাছে আড়াল করে রাখা.!
- আচ্ছা.!!!
আপনাকে হাটতে দিলে আমার লাভ কি?
- কথা দিতে পারি, রোজ সকালের সূর্যটা দেখায় আপনার একমাত্র সঙ্গি হব।
- আর?
- এক কাপে চায়ে কখনো মিষ্টি না হলে কখনো বৃষ্টি আর কখনো পাতায় জমা শিশিরের ফোটা চায়ের সাথে মিশিয়ে দেব।
- আর?
- আপনার হাসিটার একটা সুন্দর উপহারের কারণ হব!
- আর?
- এই যাহ, আর কিছু ত স্টকে নাই।
- হা হা হা...
আচ্ছা কাল থেকে প্যান্ট পড়ে আসবেন। এক সাথে হাটতে বেড় হব।
- আমি অপেক্ষায় থাকব!(হালকা চিৎকার দিয়ে)
- আচ্ছা, আজ হাটতে যাবে?
- নাহ।
- তাহলে?
- চলো তোমার নুপুর ভেজাই আজকের ভোর বৃষ্টির জলে।
- ঠিক আছে চলো.......

THANKS..... 👍👍👍

No comments